Tips: এক্সেল ফাইল থেকে ডাইনামিক SMS পাঠানো যাবে, ধরুন কোনো একটা কলামে নাম, কোনোটাতে নাম্বার, কোনোটাতে রোল, কোনো টাতে রেজাল্ট আছে । চাইলেই সহজে Dynamic ভাবে প্রতিটা কলামের নাম্বারে ঐ কলামের অন্য কনটেন্ট প্রেরন করা সম্ভব ।
Tips: চাইল্ড ইউজার হলো মেইন অ্যাকাউন্টের এক্সেস প্রদান করা, অনেক সময়ই অফিসে একাধিক ব্যবহারকারী এসএমএস পোর্টাল ব্যবহার করেন । এটি কিছুটা রিস্কি, যে কারনে সিকিউরিটি এবং ম্যানেজমেন্টের সুবিধার্থে এই ব্যবস্থা । আপনি এখান থেকে লগিন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে চাইল্ড অ্যাকাউন্ট তৈরী করতে পারবেন এবং সেই সাথে চাইল্ডইউজার কি কি দেখতে/ব্যবহার করতে পারবে তার পারমিশন দিতে পারবেন ।
চাইল্ড ইউজার অ্যাড করুন ->
Tips: আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যখন ২০ টাকা এবং ১০ টাকা হবে তখন আপনার রেজিস্টার্ড নাম্বারে একটি এসএমএস যাবে যাতে ব্যালেন্স ফুরিয়ে যাবার পূর্বে আপনি অ্যাকাউন্ট রিচার্জ করতে পারেন, তবে আপনি চাইলে আরও ৩টি অতিরিক্ত নাম্বার সেট করতে পারেন, এক্ষেত্রে লো ব্যালেন্স নোটিফিকেশন সমূহ রেজিস্টার্ড নাম্বার এবং সেট করা অতিরিক্ত সব নাম্বারেও যাবে ।
Extra Notification Number সেট করতে ক্লিক করুন
Mobile (01xxxxxxx)
Password
Log in
Open Account
Forgot Password?
Terms & Conditions